শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দুপচাঁচিয়ায় ভাগ্নিকে ধ র্ষণের অ ভিযোগে খালু গ্রে ফতার উপজেলা নির্বাচন ২০২৪ নোয়াখালী,বেগমগঞ্জ বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ কামারুজ্জামানের সমাধীতে আরসিআরইউ’র শ্রদ্ধা বগুড়ার সেরা ফটোগ্রাফার হিসেবে আইফোন জিতলেন আরিফ শেখ দুপচাঁচিয়ায় জোহাল মাটাইয়ে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন রাজশাহী কলেজ শিক্ষার্থীদের ভাবনায় গৌরবদীপ্ত বিজয় দিবস বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত আর্থিক সহায়তা প্রদান করলেন ফাঁপোর ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজের ক্যান্সার সেন্টার পরিদর্শন দুপচাঁচিয়ায় বিউটি পার্লারে অভিযান জরিমানা

বগুড়ায় খুন, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার আসামী শ্রী জুয়েল চন্দ্র ওরফে হাড়ী জুয়েল গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৬৮ ভিউ টাইম

মিলন হোসেন, নিজেস্ব প্রতিনিধি : গতকাল  ১৮/১১/২০২২ তারিখ রাত ০০.১০ ঘটিকার সময় বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এর তত্তাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শরাফত ইসলাম ও ডিবি বগুড়া’র ইনচার্জ এর নেতৃত্বে বগুড়া ডিবি ও সদর থানার যৌথ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া সদর থানাধীন কাতিলতলা হাট শিববাটি কালিমন্দিরের দক্ষিন পার্শে জনৈক মো: আ: খালেক চৌধুরী এর নির্মাানাধীন বাড়ীর নিচতলায় হইতে ০১টি বিদেশী পিস্তল ০২ রাউন্ড গুলি, ০১ ‍টি ম্যাগজিন ও ৬৫ (পয়ষট্রি) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী শ্রী জুয়েল চন্দ্র ওরফে হাড়ী জুয়েলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, শ্রী জুয়েল চন্দ্র ওরফে হাড়ী জুয়েল (৪২), পিতা শ্রী মনোরঞ্জন ওরফে কালিপদ, সাং সাবগ্রাম মালিপাড়া, থানা ও জেলা বগুড়া।

গ্রেফতারের সময় তার কাছে থাকা ০১ (এক) টি 7.65 ট্রেগার সংযুক্ত সচল বিদেশী পিস্তল, যাহা কাঠের বাট সহ লম্বা ৮ (আট) ইঞ্চি, কাঠের বাট লম্বা ৪ (চার) ইঞ্চি, যাহার বাট কাঠ যুক্ত এবং স্ক্রু দ্বারা আটকানো, ব্যারেলের একপার্শে ৭.৬৫ RMD অপর পার্শে Made in US No-10 সহ ঈগলের ছবি আছে।

২। ০২ (দুই) টি পিস্তলের গুলি যাহার পিছনে 7.65 লেখা সহ অস্পষ্ট লেখা আছে।

৩। ০১ (এক) টি পিস্তলের ম্যাগাজিন।

৪। ৬৫ (পয়ষট্রি) পিচ লালচে রংয়ের নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে, গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘ দিন যাবৎ বগুড়া শহরের বিভিন্ন এলাকায় খুন, অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকান্ড পরিচালনা করিয়া আসছিলো। এরই ধারাবাহিকতায় ১৮/১১/২০২২ ইং তারিখ রাত ০০.১০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন কাতিলতলা হাট শিববাটি কালিমন্দিরের দক্ষিন পার্শে সোহাগ চৌধুরী, পিতা মো: আ: খালেক চৌধুরী এর নির্মাানাধীন বাড়ীর নিচতলায় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ অবস্থান করিতেছিল বলে জানায়।

এ বিষয়ে বগুড়া সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

আরও প্রকাশ থাকে যে, ধৃত আসামী শ্রী জুয়েল চন্দ্র ওরফে হাড়ী জুয়েল এর বিরুদ্ধে ইতিপূর্বে খুন, অস্ত্র ও মাদকসহ ০৪ টি মামলা রয়েছে বলে জানা গেছে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরী আরো খবর...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Developed By VorerSokal.Com
newspapar2580417888