মোঃসরোয়ার ঝিনাইগাতী(শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ রোববার সকালে প্রাণিসম্পদ সেবা উপলক্ষ্যে শিশু শিক্ষাথর্ীদের মাঝে ডিম খাওয়ানো উৎসব পালন করা হয়েছে । উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ঝিনাইগাতী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সদরের মদিনাতুল উলুম মাদ্রসার কমলমতি ছাত্র/ছাত্রীদের মাঝে ডিম খাওয়ানোর মধ্য দিয়ে এ উৎসব শুরু হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ শিক্ষাথর্ীদের বাজারের খোলা খাবার ও স্বাস্থ্য ক্ষতিকর খাবার থেকে বিরত থাকার কথা বলে তাদেরকে নিজ হাতে ডিম খাইয়ে দিয়ে বেশি করে পুষ্টি সম্মত খাবার সহ ডিম খাওয়ার জন্যে বলেন । এ সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইগাতী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম,মুফতি খালিছুর রহমান, সাংবাদিক গোলাম রব্বানী-টিটু সহ প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োজিত কর্মকর্তা কর্মচারীগণ ।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply