মিলন হোসেন, বার্তা সম্পাদক : বগুড়ার শেরপুরে কীটনাশক ব্যবসায়ী আনিছার রহমান হত্যা মামলায় সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আসামি তছলিম উদ্দিন ওরফে তাজু ওরফে রানাকে মৃত্যুদন্ড ও অন্য দুই সহযোগী আসামি ফারুক ও আব্দুল আলীমকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তাদেরকে প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং ১ এর বিচারক হবিবা মন্ডল মঙ্গলবার ৭ মার্চ দুপুরে আদালতে এই মামলার রায় ঘোষনা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিমুল করিম হলি জানান, ২০১৭ সালের ১২ জুন দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার চন্ডেশর গ্রামের রইচ উদদীনের ছেলে ব্যবসায়ী আনিছুর রহমান (৪০) কে আসামিরা পূর্বপরিকল্পিত ভাব ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে। পরে আহত আনিছার রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। পরে, নিহত আনিছুর রহমানের মা আনোয়ারা বগুড়া শেরপুর থানায় বাদি হয়ে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। একই বছরে তদন্ত শেষ করে ২৬ নভেম্বর পুলিশ ৩ জনকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্র ও আসামী পক্ষের সাক্ষী শেষে আদালত আসামীদের উপস্থিতিতে আজ এই রায় ঘোষনা করেন।
পরে, রায় শেষে আদালতের নির্দেশে দন্ডিত আসামীদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply