মোঃসরোয়ার ঝিনাইগাতী(শেরপুর)প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ রোববার সকালে উপজেলার কদমতলি বাজার থেকে পুলিশের ফাঁদে একটি কালো রংয়ের প্রাইভেট গাড়ি সহ ২৯৮ পিস ভারতীয় ফেনসিডিল সহ আটকের খবর পাওয়া গেছে । এসআই মাসুদ রানা ও এসসআই আতিকুর রহমানের টহলরত অবস্থায় গাড়িটি সন্দেহ হলে ধাওয়া করলে কদমতলি বাজারে গাড়িটি রেখে চালক সহ মূলহোতারা পালিয়ে যায় । পুলিশ গাড়িটি তল্লাশি করে গাড়ির পিছনে রাখা ১২টি প্যাকেটে ২৯৮পিস ভারতীয় ফেনসিডিল বোতল উদ্বার করে ঝিনাইগাতী থানা পুলিশ । এ ব্যাপারে ওসি মনিরুল আলম ভূইয়া সত্যতা নিশ্চিত করে বলেন শেরপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করে একটি প্রাইভেট কার সহ ২৯৮ পিস ভারতীয় ফেনসিডিলের বোতল আটক করা হয়েছে । মাদক দ্রব্য আইনে ঝিনাইগাতী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে জানিয়ে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply