মিলন হোসেন, বার্তা সম্পাদক : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে জামান ক্যাফে এন্ড রেস্টুরেন্টকে জরিমানাসহ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
অদ্য বুধবার ১৫ মার্চ ২০২৩ ইং তারিখ দুপুর ১.০০ ঘটিকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া এর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব মো: রাসেল কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালিত হয়।
বগুড়া সদর উপজেলার মহিলা কলেজ গেট, সুবিল ব্রিজের পাশে, এলাকায় জামান ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জামান ক্যাফে এন্ড রেস্টুরেন্টএ বাসি কাবাব বিক্রয়, মেয়াদহীন বান দ্বারা বার্গার তৈরী, অপরিষ্কার অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর ফ্রিজিং ব্যাবস্থা, অপরিচ্ছন্ন রান্নাঘর থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া কর্তৃক ২০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
জেলা নিরাপদ খাদ্য অফিস এবং জেলা পুলিশের একটি চৌকশ দল সহযোগীতা করেন। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply