আব্দুল আকিম জেলা প্রতিনিধি বগুড়াঃ
বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা শাখার উদ্যোগে ১৯ মার্চ শনিবার সকাল ১১ টায় সংগঠনের খান্দারস্থ কার্যালয়ে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা কমিটির আহ্বায়ক রায়হানুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মমিনুর রশীদ তালুকদার শাহীন।
পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার মান উন্নয়নে সাংবাদিক জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে, সৎ সাহসিকতা সম্পন্ন মানুষদের দেশ জাতির কল্যাণে সাংবাদিকতায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
পরে তিনি প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করেন।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য শমশের নুর খোকন, খাজা রতন, হাকীম ছামিউল ইসলাম রনি, নুরনবী রহমান, ইমরানুল হক ইমরান, মমিনুর রহমান, আব্দুল আকিম, ফারুক শেখ রুবেল, এরশাদ হোসেন, পরিমল চন্দ্র প্রামানিক, ফাহিমা আক্তার জাহান, আরিফুর রহমান, সাইফুল ইসলাম, সোহেল রানা, শাহীন হোসেন প্রমূখ।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply