দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ এমপিও ভুক্ত করার ধারাবাহিকতায় জয়পুরহাটের আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজ কে এমপিও ভুক্ত করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ আয়ু কামনায় আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ রা নভেম্বর শনিবার বেলা ১২ টায় আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসরের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, জয়পুরহাট- ২ আসনের সাংসদ, জাতীয় সংসদের মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি কলেজের পক্ষ থেকে ফুলের তোরা স্বাগত জানান কলেজ কর্তৃপক্ষ।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকসেদ আলী মাস্টার,মহিলা কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান আতিক,জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল রহমান রকেট,পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর,আক্কেলপুর থানার ওসি মোঃ আবু ওবায়েদ। পরে প্রধান অতিথি হুইপ স্বপন তার বক্তব্যে বলেন আমার কন্যা’রা পন্য হবে না আমার কন্যা’রা মানুষের মত মানুষ হয়ে মাথা উঁচু করে দাঁড়াবে।আমি চাই আমার কন্যা’রা বাংলাদেশ জয় করুক।আমার কন্যা’রা ডাক্তার হবে, ইজ্ঞিনিয়ার হবে, আত্নমর্যাদাশীল মানুষ হয়ে মাথা উঁচু করে দাঁড়াবে, তবেই মহান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এমপিও ভুক্তি দিয়েছেন তা সার্থক হবে।
সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ আয়ু কামনা করে দোয়া চেয়ে মোনাজাত করেন উপস্থিত সকল নেতৃবৃন্দ ও শিক্ষক শিক্ষার্থীরা। মোনাজাত শেষে কলেজে প্রাধন গেটে হুইপ স্বপন একটি বৃক্ষ রোপণ করেন।
এই ক্যাটাগরী আরো খবর...
Leave a Reply