স্টাফ রিপোর্টার ঃ
বেনাপোল সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোস্ট পয়েন্টে বিজিবি সদস্যদের নিয়মিত চেকিং কার্যক্রমের সময় ২০ হাজার ইউ এস ডলার ও ২২৪০ ভারতীয় রুপি সহ নারায়ণ(৩৬) নামের এক পাচারকারী আটক হয়েছে।আটক নারায়ণ মুন্সি গঞ্জ জেলার সিরাজদী থানার বরুই হাজী গ্রামের বিজয়ের প্রত্র। বিজিবি সুত্রে জানা যায় সকাল ১২ টার দিকে যশোর গামী সাউথ লাইন পরিবহনের যাত্রী নারায়ন কে আটক করা হয়,পরে তার দেহ তল্লাশীর সময় তার কাছে থাকা ২০ হাজার ডলার ও ২২৪০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে।বেনাপোল বিজিবি ক্যাম্প সুবেদার আব্দুল ওহাব আটকের সত্যতা নিশ্চিত করে জানান,আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply