৪ নভেম্বর সোমবার দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) এস.এম জাকির হোসেনের ভ্রাম্যমান আদালত মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মিশু প্রামাণিক (২৪) নামের এক যুবককে ৫ মাসের কারাদন্ড প্রদান করেছে।
জানা গেছে, উপজেলার গোবিন্দপুরের বেলহালী পূর্বপাড়ার বেলাল মন্ডলের মেয়ে তারাজুন ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী আজমি খাতুন (১৮) কে একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে মিশু প্রামানিক (২৪) বিভিনś সময় বিভিনś ভাবে উত্ত্যক্ত করে। এ ব্যাপারে গত ৩ নভেম্বর রবিবার মাদ্রসার ছাত্রী নিজেই উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকির হোসেনের নিকট অভিযোগ দায়ের করে। উপজেলা নির্বাহী অফিসার অভিযোগটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য থানায় প্রেরণ করেন। গতকাল ৪ নভেম্বর সোমবার বেলা ১১টায় পুলিশ অভিযুক্ত মিশু প্রামানিককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমান আদালত তাকে ৫ মাসের কারাদন্ড প্রদান করেন। থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ দন্ডপ্রাপ্ত মিশু প্রামানিককে গতকালই বগুড়ার জেল হাজতে প্রেরণ করেছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply