দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
৬ নভেম্বর বুধবার বিকালে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর আওয়ামীলীগ ও পৌর কৃষকলীগের আয়োজনে স্থানীয় রেলওয়ে চত্বরে পাল্টাপাল্টি সভা আহবাদ করায় এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের হস্তক্ষেপে উভয়ের সভা ভুন্ডুল হয়েছে।
জানা গেছে, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মামুনুর রশিদের নামে আপত্তিকর কথা ফেসবুকে আপলোড ও শ্রমিকলীগের প্রতিবাদ সভা থেকে তাকে (মামুনুর রশিদকে) গত মঙ্গলবার শ্রমিকলীগের প্রতিবাদ সভা থেকে গালিগালাজের প্রতিবাদে গতকাল বুধবার বিকালে তালোড়া পৌর আওয়ামীলীগের আয়োজনে রেলওয়ে চত্বরে প্রতিবাদ সভা আহźান করে। এদিকে একই দিন বিকালে পৌর কৃষকলীগের আয়োজনে উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুস সালামকে মারপিটের প্রতিবাদে একই সময় একই স্থানে পাল্টা প্রতিবাদ সভা আহźান করা হয়। থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, কোনো অনুমতি ছাড়াই তালোড়া রেলওয়ে চত্বরে তালোড়া পৌর আওয়ামীলীগ ও পৌর কৃষকলীগ পাল্টাপাল্টি সভা আহźান করে। আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশংকায় এবং এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে উভয়ের সভা বন্ধ করে দেওয়া হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply