দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
১৩ নভেম্বর বুধবার সকালে দুপচাঁচিয়া উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন পৌর মেয়র বেলাল হোসেন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সামছুল আলম, দুপচাঁচিয়া মডেল উচ্চ বিদ্যালয়েল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আখতারুľামান তুহিন, শিক্ষিকা নাহিদ জোয়াদ্দার, অভিভাবকদের পক্ষে রফিকুল ইসলাম সেজু, বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে সাফোয়ান সাদিক, নুসরাত জাহান সহ প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন শিক্ষিকা জয়নাব বানু। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মহিউদ্দীন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply