দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গত ১৫ নভেম্বর শুক্রবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে চার মাদকসেবীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে পুলিশ উপজেলার বেড়াগ্রাম বাজার এলাকায় অভিযান চালান এ সময় ঐ এলাকার একটি ভবনের ছাদে বসে মাদক সেবন কালে জারই গ্রামের নজরুল ইসলামের ছেলে ফেরদৌস আলী (৩৫), নাসির উদ্দীনের ছেলে জিল্লুর রহমান (৪২), রিয়াজ উদ্দীনের ছেলে বাবু প্রামানিক (৩৮) ও আটুইল গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মিঠু প্রামানিক (৩২) কে গ্রেফতার করেন। থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ গ্রেফতারকৃতদেরকে ১৬ নভেম্বর শনিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply