মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সদরে দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বগুড়া ধুনটের ছাত্রলীগ নেতা আবু সালেহ স্বপনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ বগুড়া সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন বগুড়া জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন বগুড়ায় বিএএফ শাহীন স্কুলের বাসের ধাক্কায় এক ভ্যান চালক নিহত বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা কমিটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কর্তন ও আলোচনা সভা ঝিনাইগাতী ক্ষতবিক্ষত গারো পাহাড়ের চিত্র পাল্টাতে কাজ শুরু বন বিভাগের।  বগুড়ায় প্রীতি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত। বগুড়া ধুনটের ফৌজিয়া বিথী পেলেন “আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২” বগুড়ায় ডিবি’র মাদক বিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার – ২

বগুড়ার দুপচাঁচিয়া অজুর্নগাড়ী ভূমিহীন আদর্শ গ্রামের ১৭ পরিবার চরম নিরাপত্তাহীনতায়

  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৭৪০ ভিউ টাইম

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা  নির্বাহি কর্মকর্তা কর্তৃক প্রভাবশালীদের মাছ ধরার নির্দেশ দেওয়ায় দুপচাঁচিয়ার অজুর্নগাড়ী ভূমিহীন আদর্শ গ্রাম যুব সমবায় সমিতির ১৭ পরিবার অমানবিক নির্যাতনের শিকার এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।সরকারের দেওয়া লিজকৃত পুকুর ও চাষকৃত মাছ লুটের ঘটনায় হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন অজুর্নগাড়ী ভূমিহীন আদর্শ গ্রাম যুব সমবায় সমিতির ১৭ পরিবার।আজ শনিবার বেলা ১২ টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে ভূমিহীন আদর্শ গ্রাম যুব সমবায় সমিতি সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন,সমিতির সাবেক সভাপতি মোঃ দিলবর রহমান।তিনি বলেন,তৎকালীন নির্বাহি কর্মকতা ১৯৯৭ সালে অজুর্নগাড়ী ভূমিহীন আদর্শ গ্রাম এবং যুব সমবায় সমিতির্  গঠন করেন।

২০০৩ সাল থেকে ১০ টাকা শতক হারে ৫ বছরের জন্য সরকার এই সমিতিকে লিজ প্রদান করেন এবং সর্বশেষ ২০১৩ সালের ১৪ জুলাই বাংলা ১৪২০-১৪২৫ পর্যন্ত লিজ নবায়ন করেন। আমরা যথা সময়ে লিজ’র টাকা পরিশোধ করেছি।লিজ’র  মেয়াদ উর্ত্তীণ হওয়ার পূর্বেই আমরা পুনরায়  লিজ নেওয়ার জন্য চলতি বছরেই দুপচাঁচিয়া নির্বাহি অফিসারের নিকট আবেদন করি। না পেয়ে বগুড়া জজকোর্ট ও মাহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করি। হাইকোর্ট রুল ইসু করেছেন। রুল নিস্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে লিজ দেওয়া যাবেনা। এছাড়াও জজকোর্টের জিপি সাহেব  মতামত দিয়েছেন রুল নিস্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। উচ্চ আদালতের আদেশ ও জিপি’র মতামতকে উপেক্ষা করে দুপচাঁচিয়া নির্বাহি কর্মকর্তা পুকুরগুলি লিজের জন্য টেন্ডার বিজ্ঞপ্তি দেন।সমিতির সাবেক সভাপতি মোঃ দিলবর রহমান বলেন,গত ১২ জানুয়ারি দুপচাঁচিয়া নির্বাহি কর্মকর্তা অজুর্নগাড়ী ভূমিহীন আদর্শ গ্রাম যুব সমবায় সমিতিকে পুকুরে যেতে নিষেধ করেছেন। তিনি বলেন, পুকুরে সমিতির প্রায় ৭/৮ লাখ টাকার মাছ রয়েছে।

নির্বাহি কর্মকর্তা  সেই মাছগুলো ধরার জন্য কোন নোটিশ না দিয়েই প্রভাবশালীদের মাছ ধরার নির্দেশ দিয়েছেন। নির্বাহি কর্মকর্তার আদেশ পেয়ে প্রভাবশালী  জনৈক আলী আকবর,বুলবুল ও রাজ্জাক কবিরাজগন তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের পুকুর থেকে জোর করে মাছ ধরে নিয়ে যাচ্ছে।গত ১৪ নভেম্বর প্রায় ২ লাখ টাকার মাছ ধরে নিয়ে গেছে। আমরা অসহায় ভূমিহীন পরিবার সেখানে খুন জখম হওয়ার ভয়ে বাধা দিতে যায়নি।আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।আমরা ভূমিহীন ১৭ পরিবারগুলো স্ত্রী সন্তান নিয়ে অর্ধাহারে অনাহারে দিন পার করছি। জনৈক এক অসাধু কর্মকর্তার সহায়তায় প্রভাবশালী মহল ভূমিহীন আদর্শ গ্রাম বিলুপ্ত করার চেস্টা করছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রভাবশালীদের হাত থেকে আদর্শ গ্রামকে রক্ষা, আমাদের নিরাপত্তা,জীবন জীবিকার এক মাত্র অবলম্বন পুকুর রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী,বগুড়া জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,আদর্শ গ্রামের আমজাদ হোসেন, মোছাঃ আকলিমা,আজিজ,জিল্লুর,আঞ্জুয়ারা, নাজমা বেগম,আব্বাস,আসলাম, মিলন, আতোয়ার,মহিদুল,জয়নাব,খাতিজা, ফরিদ প্রমুখ।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরী আরো খবর...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Developed By VorerSokal.Com
newspapar2580417888