বগুড়া পৌর আওয়ামীলীগের কাউন্সিলে আবু ওবায়দুল হাসান ববি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এপদে তিনি ভোট পেয়েছেন ২০৪ টি। শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় পর্বের শুরু হয়। সভাপতি পদে রফি নেওয়াজ খান রবিন বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হওয়ায় শুধু সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহন করা হয়।
সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষথেকে জানানো হয়, কাউন্সিল অধিবেশনে সংগঠনের ৪৪৯ জন ভোটারের মধ্যে ৪৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এরমধ্যে ২ টি ভোট বাতিল হয়েছে। সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। নির্বাচনে আবু ওবায়দুল হাসান ববি ২০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থীদের মধ্যে শাহাদত হোসেন শাহীন পেয়েছেন ১৭১ ভোট, শেখ শামিম পেয়েছেন ৬১ ভোট ও আবু জাফর মোঃ মাহমুদুন্নবী রাসেল পেয়েছেন ৬ ভোট।
ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করেন সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রিয় সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply