উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■ রবিবার (১৭, নভেম্বর) ২৭৪: নিত্য জীবন জ্ঞানকে লালন করে বীরদর্পে নড়াইলের পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের সাত্তার শেখের ছেলে হামিম শেখ (১৯) পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উľ¡ল রায় জানান, সে এখন নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এলাকাবসী জানান, পারিবারিকভাবে যতই ঝামেলা হোক না কেন আতĄহত্যার পথ বেছে নিওনা ভাই তোমার জীবনের সৃষ্টিকর্তার যখন ডাকবে তুমি তখন চলে যাবে তার আগে কেন এই অপমৃত্যুর চেষ্টা।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply