সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন বগুড়া জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন বগুড়ায় বিএএফ শাহীন স্কুলের বাসের ধাক্কায় এক ভ্যান চালক নিহত বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা কমিটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কর্তন ও আলোচনা সভা ঝিনাইগাতী ক্ষতবিক্ষত গারো পাহাড়ের চিত্র পাল্টাতে কাজ শুরু বন বিভাগের।  বগুড়ায় প্রীতি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত। বগুড়া ধুনটের ফৌজিয়া বিথী পেলেন “আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২” বগুড়ায় ডিবি’র মাদক বিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার – ২ বগুড়ায় ফার্মেসীর লাইসেন্স নিয়ে দেখতেন রুগী, অতঃপর জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা বগুড়ায় রেষ্টুরেন্টে জরিমানাসহ সিলগালা

খুলনা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল, সম্পাদক ইকবাল

  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৩৪৫ ভিউ টাইম

খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২০ ফলাফলে আওয়ামী লীগ পন্থি প্যানেল বিজয়ী হয়েছে। নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদকসহ ১০টি পদে জয়লাভ করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি প্রার্থী খুলনা সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম ৬৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ পেয়েছেন ৫৫৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন ৬২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থী মোল্লা মশিয়ুর রহমান নান্নু পেয়েছেন ৬১৪ ভোট। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত মো. মোশারফ হোসেন ও মো. আওছাফুর রহমান।

 

এছাড়া যুগ্ম সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত এ কে এম আবু নিক্সন, লাইব্রেরি সম্পাদক পদে শেখ আশরাফ আলী পাপ্পু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আনোয়ারা মমতাজ আন্না নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, ৭টি সদস্য পদে জয়ী হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত মো. আইউব হোসেন, শেখ আবু বক্কার সিদ্দিক নাঈম, মোছা. শাম্মি আকতার, উল্লাস কর বৈরাগী, আলমগীর বিশ্বাস, সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত আসাদ আলী সরকার ও রুবাইয়া মাহরু।

ভোট গণনা শেষে রবিবার গভীর রাতে নির্বাচন পরিচালনা কমিটি এ ফলাফল ঘোষণা করে। এর আগে রবিবার সকাল ৯টা থেকে ৪ টা পর্যন্ত সমিতির মধ্যম ভবনের দ্বিতীয় তলায় এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন আ ফ ম মহসীন। অপর দু’জন সদস্য হলেন মো. লিয়াকত আলী মোল্লা ও বেগম আক্তার জাহান রুকু।

এবার আওয়ামী লীগপন্থি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও বিএনপিপন্থি সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে দু’টি প্যানেলে ১৪টি পদের বিপরীতে ২৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির ১ হাজার ৩৯১ জনের মধ্যে ১ হাজার ২৫৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উল্লেখ্য, ২০১৯ সালের খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপিপন্থি সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল বিজয়ী হয়েছিল। সে নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকসহ ১১টি পদ পেয়েছিল প্যানেলটি।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরী আরো খবর...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Developed By VorerSokal.Com
newspapar2580417888