স্টাফ রিপোর্টার ঃ বগুড়ায় জাগো নারী জাগো সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার সকালে ম্যাক্স মোটেলে জাগো নারী জাগো বগুড়া জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোছাঃ স্বপ্না চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জি. এম সাকলাইন বিটুল। কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোছাঃ রেক্সোনা জালাল, সাধারন সম্পাদক ইসরাত জাহান রাখী, সাবিয়া সাবরিন পিংকি, আফরোজা হক, কামরুন্নাহার লিপি, মুন্নী সাবেয়াত, জেসমীন বেগম, আফরোজ জাহান, রাশেদা বেগম, রনি আক্তার, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় জোনাল কমিটির সাধারন সম্পাদক আনিছুর রহমান প্রমূখ। এসময় সংগঠনের সভানেত্রী বলেন, এটি একটি সামাজিক সংগঠন। এ সংগঠনের মাধ্যমে আমরা সমাজের অবহেলিত নারী, প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করে থাকি। বর্তমান সরকারের পাশাপাশি আমরা সমাজের নির্যাতিত-নিপিড়িত মানুষের পাশে থেকে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাবো।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply