রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত আর্থিক সহায়তা প্রদান করলেন ফাঁপোর ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজের ক্যান্সার সেন্টার পরিদর্শন দুপচাঁচিয়ায় বিউটি পার্লারে অভিযান জরিমানা দুপচাঁচিয়ায় নাশকতা মামলায় জামায়াত কর্মী গ্রেফতার  দুপচাঁচিয়ায় জাতীয় যুব দিবস পালিত দুপচাঁচিয়ায় না’শকতা মামলায় বিএনপি’র নেতাসহ দুইজন গ্রে ফতার দুপচাঁচিয়ায় বিএনপি কর্মী ও মা দক বিক্রেতাসহ গ্রে ফতার তিন বেনাপোলে মাদক সম্রাট বাদশার ছেলে ইয়ামিন সোনার বার ও হুন্ডির টাকা সহ আটক দুপচাঁচিয়া পৌরসভার পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন মেয়র প্রার্থী প্রভাষক তৌহিদুল হোসেন মহালদার

তিন হাজার কোটি টাকা বরাদ্দ পেলে নতুন সাজে সাজবে রাজশাহী

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪১০ ভিউ টাইম
Rajshai city, Bangladesh

নিজস্ব প্রতিবেদক: অনেকটা স্বপ্নের নগরীই হয়ে উঠবে রাজশাহী। তবে এর জন্য চাই প্রায় তিন হাজার কোটি টাকা। আর এই টাকা পেলেই নতুন সাজে সাজবে তিলোত্তমা রাজশাহী নগরী। ১০৭ ধরনের কাজের বিপরীতে এই টাকা খরচ হবে।

এর মধ্যে উল্লেখযোগ্য নগরীর ভেতর দিয়ে যাওয়া তিনটি মহাসড়ক প্রশস্তকরণ, লেভেলক্রসিংয়ের ওপর দিয়ে ছয়টি ফ্লাইওভার, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের সামনে ১২টি ওভারব্রিজ নির্মাণ, এক হাজার ৮০০টি গলির রাস্তা সংস্কার ও নির্মাণ এবং তিনটি বিনোদনকেন্দ্রের উন্নয়ন।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, “আমরা প্রায় ৯ মাস ধরে নগরীর উন্নয়নের জন্য বড় এই প্রকল্প নিয়ে কাজ করেছি। ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ নামের প্রকল্পটি এরই মধ্যে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এখন এটি অনুমোদন হলেই আমরা এই নগরীকে ঢেলে সাজাতে মাঠে নামব। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে একনেকে প্রকল্পটি অনুমোদিত হবে। টাকা বরাদ্দ পেলেই আগামী চার বছরজুড়ে রাজশাহী নগরীতে চলবে উন্নয়নের মহাযজ্ঞ।’

ওই কর্মকর্তা আরো বলেন, ‘যুগের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি আমরা। আমাদের সন্তানদের জন্য আগামীর বাসযোগ্য নগরী গড়ে তুলতে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন কাজ করে যাচ্ছেন। এ কারণে যেসব রাস্তায় এখনো যানজট শুরু হয়নি, কিন্তু ভবিষ্যতের কথা বিবেচনা করে আমরা সেসব রাস্তা প্রশস্তকরণ কাজ হাতে নিয়েছি। আবার যেসব গলিতে এখনো মানুষের বাস শুরু হয়নি, কিন্তু অচিরেই সেসব গলিতে বাস শুরু হবে, সেসব গলির রাস্তাও আমরা তৈরির প্রকল্প হাতে নিয়েছি; যেন মানুষ সেখানে শুরু থেকেই স্বাচ্ছন্দ্যে বাস করতে পারে।’

এদিকে সরেজমিন ঘুরে দেখা গেছে, রাজশাহী সিটি করপোরেশন লেভেলক্রসিংয়ের ওপর যে ছয়টি ফ্লাইওভার নির্মাণ প্রকল্প হাতে নিতে যাচ্ছে, ওই সব স্থানে পারাপার হতে গিয়ে মাঝেমধ্যেই প্রাণহানির ঘটনা ঘটে। বছর দুয়েক আগে বহরমপুর লেভেলক্রসিং পার হতে গিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বস্তির মধ্যে ঢুকে পড়ে। এতে ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রী নিহত হন। একই স্থানে রেললাইন পার হতে গিয়ে কয়েক বছরে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নগরীর প্রায় সব কটি লেভেলক্রসিং পার হতে গিয়ে কয়েক বছরে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে লেভেলক্রসিং পার হতে গিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রও নিহত হন।

অন্যদিকে রাজশাহীর অন্যতম ব্যস্ত সড়ক হলো ঢাকা-রাজশাহী মহাসড়ক। সড়কটিকে ছয় লেনে উন্নীত করা হবে। এর মধ্যে দুটি লেন হবে অযান্ত্রিক লেন। অর্থাৎ বাইসাইকেল ও রিকশা-ভ্যানের জন্য এই দুটি লেন ব্যবহার করা হবে। প্রকল্পটি পাস হলে রাজশাহীতে এই প্রথম শুধু বাইসাইকেল ও রিকশা-ভ্যানের জন্য আলাদা রাস্তা পাবে নগরবাসী। এর আগে বাইসাইকেলের জন্য রাসিক ফুটপাত তৈরি করলেও এবারই আলাদাভাবে তৈরি হবে রাস্তা।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরী আরো খবর...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Developed By VorerSokal.Com
newspapar2580417888