দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিন বৃহস্পতিবার পর্যন্ত মেয়র পদে ৬জন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৪জন ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩১জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন বিএনপি থেকে আ’লীগে যোগদানকারী বর্তমান মেয়র বেলাল হোসেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আ’লীগের সাংঠনিক সম্পাদক এনামুল হক রানা, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, তাঁর স্ত্রী লাভলি আকতার ও ছোট ভাই সাবেক থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী হাজী আহম্মেদ আলী। ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ১৫ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ২২ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ২০২০সালের ১৩জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৬হাজার ৯’শ ৯৭জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮হাজার ২’শ ৯৭ ও মহিলা ভোটার ৮হাজার ৭’শ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেন শেষদিন পর্যন্ত মেয়র পদে ৬জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪জন ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩১জনের মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply