জুয়েল হোসেন বগুড়া থেকেঃ
চ্যারিটি বিগিনস এট হোম”-নিজেকে গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত ফ্যামিলি ফর ইনলাইটেন চ্যারিটি এন্ড ইটিকেট এফইএনসিই (বেষ্টনী)’র অস্থায়ী কার্যালয়ে এ্যাডভোকেট জি, আর, এম খায়রুজ্জামানের বাসভবনে হলরুমে শিশু কিশোর সমাবেশের আয়োজন করে।
শনিবার সকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি এ্যাডঃ জি,আর,এম খায়রুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান ও সমাজসেবী মোঃ আনোয়ারুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা তালুকদার, রাশেদুর রহমান রাশেদ, আব্দুল মতিন, শরীফ উদ্দীন, আলহাজ¦ আঃ ছালাম, এ্যাডঃ আব্দুল কুদ্দুস রতন, নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক আঃ জলিল, তানিয়া রহমান, আজিজার রহমান, জিন্নাহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিজেদের সন্তানদের সমাজের অবক্ষয় থেকে রক্ষা কল্পে পরস্পর পরস্পরের প্রতি ছালাম, অভ্যাস গড়ে তোলার উপরে গুরুত্ব দেয়া হয়। পিতা-সন্তান, মাতা-সন্তান পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ অর্জনের একমাত্র পথ ছালাম বিনিময়। ছালাম বিনিময়ের মাধ্যমেই ঐক্য গড়া সম্ভব এবং সে ঐক্য থেকেই প্রসারিত হবে সমাজের কল্যাণ, যা পরিবার, সমাজে, উন্নয়নের সহায়ক হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের ভদ্রতা, শিষ্টতা, শিক্ষাসহ কবিতা, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, অংকন, সাধারণ জ্ঞানের উপরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের সাঃ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply