নিজস্ব প্রতিবেদক: নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ সোমবার সারা দেশের মতো রাজশাহীর চারঘাটেও মহান বিজয় দিবস পালিত হচ্ছে।কিন্তু মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে চারঘাট পদ্মা বড়াল থিয়েটারের বিরুদ্ধে শহীদ মিনারের পবিত্রতা নষ্ট ও নিয়ম অমান্য করার অভিযোগ উঠেছে।তারা জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে উঠেছে।জুতা পায়ে ফুল দেওয়ার ছবি তারা ফেসবুকেও আপলোড করেছে।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা এই সংস্কৃতি কর্মীদের কাণ্ডজ্ঞানহীন আচরণে হতবাক হয়ে গেছেন চারঘাটের সাধারন মানুষ।পাশাপাশি সরকারী গেজেট অমান্য করে রাত ১২টায় শহীদ মিনারে ফুল দেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।উল্লেখ্য আব্দুল কুদ্দুস নামের পদ্মা বড়াল থিয়েটারের এক সদস্য আগের দিনে প্রশাসনকে কটাক্ষ করে রাত ১২টায় ফুল দেওয়ার কথা বলেন।
চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৬টা থেকেই সর্বস্তরের মানুষের ঢল নামে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা সমবেত হয় সেখানে। তারা সবাই ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এ সময় অনেককেই মাঝরাতে জুতা পায়ে শহীদ মিনারে ফুল দেওয়ার সমালোচনা করেন।সরকারী নির্দেশ অমান্য করে রাত ১২টায় ফুল দেওয়ারও সমালোচনা করেন অনেকে।
সরদহ সরকারী কলেজের একজন সহকারী অধ্যাপক বলেন, বেদিতে জুতা পায়ে সেলফি তোলার মতো কর্মকাণ্ড খুবই দুঃখজনক।এটা চরম অনৈতিক একটা কাজ।কোনো বিবেকবান মানুষের দ্বারা জুতা পায়ে শহীদ মিনারের বেদীতে উঠে ফুল দেওয়া সম্ভব না।ফেসবুকে এরকম অনিয়মের ছবি প্রকাশ করাটাও বড় ধরনের অন্যায় বলে জানান তিনি।
সরকারী গেজেটের নির্দেশ অমান্য ও জুতা পায়ে বেদীতে উঠার বিষয়ে জানতে চাইলে চারঘাট পদ্মা বড়াল থিয়েটারের সভাপতি এখলাক হোসেন লাভলু বলেন,আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত,সেজন্য অনেকেই সকালে উঠে ফুল দেওয়ার সময় পাইনা।আর আমরা জুতা পায়ে শহীদ মিনারে উঠিনি,মোজা পরে ছিলাম।
এ বিষয়ে চারঘাট উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হক বলেন,আমাদের সরকারী গেজেটে রাতে ফুল দেওয়ার নিয়ম নেই।মাননীয় প্রধানমন্ত্রী সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।সেক্ষেত্রে সরকারী নিয়ম অমান্য করে রাত ১২টায় ফুল দেওয়া অনিয়ম।জুতা পায়ে শহীদ মিনারে উঠেছে কিনা আমার জানা নেই।বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply