মামুনুর রশিদ মামুন বগুড়া থেকে।বগুড়া ফয়জুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে। সোমবার শহরের চকলোকমান কলোনী প্রতিষ্ঠানের হলরুমে পল্লী উন্নয়ন কর্ম (পাক) এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি সৈয়দ ওয়াসিম আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ আব্দুর রহিম প্রাং, শহর সমাজ সেবা অফিসার মোঃ নূরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্ম (পাক) এর সভাপতি মোঃ রবিউল আলম (ফারুক), সদস্য আজিজুর রহমান রিপন। এসময় আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ আব্দুল মান্নান, সাধারন সম্পাদক মোঃ সাব্বির আলী শেখ সহ মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ। শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে বার্ষিক পরীক্ষার ফলাফল ও শিক্ষা উপকরণ তুলে দেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply