বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের বেতগাড়ী মীর বাড়ী সংলগ্ন রোমা অটো রাইস মিলস্ লিমিটেড থেকে বের হচ্ছে অতিরিক্ত কালো ধোঁয়া। ফলে বায়ু দূষণের পাশাপাশি ভাবমূর্তি নষ্ট হচ্ছে প্রকৃতি ও পরিবেশের৷
এছাড়াও দূষিত, অস্বাস্থ্যকর বিষাক্ত কালো ধোয়ার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে মানবসম্পদ। কালো ধোয়ার সাথে সাথে বের হচ্ছে রাইস-মিলের তুষের মোটা ছাই। মিলের চারিদিকে ছড়িয়ে ছিটে পড়ছে ছাইগুলো। যার ফলে উৎপাদিত ফসলসহ প্রাকৃতিক পরিবেশের বলিদান হচ্ছে। এছাড়াও আশে পাশের ঘর বাড়ি ভরে যাচ্ছে ছাই দিয়ে যার কারণে চরম বিপাকে পড়েছে মেল এর আশেপাশে এলাকাবাসী। ছোট ছোট বিষয়গুলো পরিবেশ অধিদপ্তরের দেখভাল করার কথা থাকলেও তেমন একটা নজর পড়েনা এসবের দিকে। সরজমিনে গিয়ে দেখা যায় ইট-ভাটার চেয়েও অতিরিক্ত কালো ধোঁয়া বের হচ্ছে বেতগাড়ী অটো রাইস মিল থেকে। রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীদের শরীর ও চোখে মুখে পড়ছে এসব ছাই। রেহাই পাচ্ছে না আশপাশের বাড়িঘরগুলো।
যার ফলে দূষিত বায়ু সাধারণ মানুষের দেহে প্রবেশ করে আক্রান্ত হচ্ছে নানা জটিল রোগে। শ্বাসনালীর ক্ষতি হচ্ছে। হচ্ছে চর্ম রোগসহ নানা রোগ। শুধু ধোয়া নয়, মিলে ব্যবহৃত তুষের ছাই বাতাসে মিশে পথচারিদের চোখে পড়ছে। এতে চোখের নানা রোগ ও ব্যাপক সমস্যা হচ্ছে।
এছাড়া আশপাশে আবাদি ফসলের সমস্যা হচ্ছে। আম মৌসুমের শুরুতে আমের মুকুলের ব্যাপক ক্ষতি হচ্ছে। আমচাষিরা এই কালো ধোঁয়া আর তুষের ছাইয়ের কারণে বিপাকে পড়েছেন। কৃষক ও আমচাষিরা অভিযোগ করেন আমের এই ভরা মৌসুমে রাইস মিলের কালো ধোঁয়া ও ছাই নিয়ে বিপাকে আছি আমরা। ছাই পড়ে জমির ফসলের উবরতা কমে গেছে, মোটা ছাই জমির জন্য অত্যন্ত ক্ষতিকর।
এমনিতেই ধানের দাম নেই, তার উপর আবার রাইস মিলের ছাই। সব মিলিয়ে আমরা কৃষকরা দিশেহারা। সারাবছরই রাইস মিলের ধোঁয়া ও ছাই পড়ছে আমাদের শরীরে, বিছানায়, খাবারে, জমিতে। কালো ধোঁয়ার কারণে এলাকার মানুষের কঠিন কঠিন রোগ হচ্ছে। গত কয়েক বছর এমনিতেই আমের দাম নিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছি।অটো রাইস মিলের কালো ধোঁয়া ও ছাই জমিতে এবং আমের মুকুলের উপরে পড়ে আমের মুকুল নষ্ট হচ্ছে। এমনকি বিভিন্ন মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। কিন্তু এত পরিমান ক্ষতি হলেও যেন দেখার কেউ নেই। রাইস মিলের মালিক বিত্তবান হওয়ায় এসব দেখেও না দেখার ভান করে চলে যায় কর্তৃপক্ষ। গরিবের দিকে কেই বা দেখবে?
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply