হাচিবুর রহমান ,কালিয়া প্রতিনিধি : কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নের কালিয়া-চাপাইল সড়কের নলামারা নামক স্থানে বড় ৪টি মেহগনি গাছ কেটে নেওয়া হলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নের কালিয়া-চাপাইল সড়কের মেহগনি গাছগুলো সরকারি বরাদ্দের সামাজিক বনায়নের লাগানো গাছ ।আজ থেকে ২৫ বছরের আগে লাগানো। এসব গাছ এখন বেশ বড়সড় পরিণত হয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান,গত ২০ (ডিসেম্বর ) শুক্রবার ভোরে বাঐসোনা গ্রামের নজরুল মোল্লার ছেলে নাইম মোল্লা (২৫) ও পুঠিমারি গ্রামের বালা সিকদারের ছেলে আজিজ ( ৩০) ও একদল শ্রমিক রাস্তার পাশের ৪টি মেহগনি গাছ কাটে এবং সেখান থেকে তিনটি মেহগনি গাছ নসিমনে করে নিয়ে যান । এবং খবরটি জানাযানি হলে বাঐসোনা ইউনিয়নের গ্রাম পুলিশ মো: সোহেল ঘটনাস্থলে উপস্থিত হলে একটি গাছ ফেলে পালিয়ে যায় ।
এ বিষয়ে গ্রাম পুলিশ সোহেল বলেন , আমি রাস্তার গাছ কর্তন করা হচ্ছে এমন সংবাদ পেয়ে আমি যায় ।আমি যাওয়ার আগে গাছগুলো কাটা হয়ে গেছে ,আজিজ,নাইম সহ প্রায় ২৫ জনের মত লোক গাছ গুলো নসিমনে উঠাচ্ছে । আমাকে দেখে ওরা ৩টি গাছ নিয়ে চলে যায় ্ আরেকটি গাছ আমি আটক করে বাঐসোনা ইউনিয়ন পরিষদের সামনে এনে রাখি এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করি ।
অভিযুক্ত আজিজ বলেন, জায়গাটা আমার নানার ,রাস্তার না তাই গাছগুলো আমি কেটেছি ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদা বলেন,রাস্তার ঐ গাছগুলো এলজিইডিরগাছ। ৩ জনের নাম উল্লেখ করে নড়াগাতি থানায় মামলা দায়ের করা হয়েছে |
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply