বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে মুজিববর্ষে ৭৫ জন ভূমিহীন পরিবারের মাঝে ঘড়ের চাবি হস্তান্তর বগুড়া সদরে দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বগুড়া ধুনটের ছাত্রলীগ নেতা আবু সালেহ স্বপনের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ বগুড়া সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন বগুড়া জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন বগুড়ায় বিএএফ শাহীন স্কুলের বাসের ধাক্কায় এক ভ্যান চালক নিহত বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা কমিটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কর্তন ও আলোচনা সভা ঝিনাইগাতী ক্ষতবিক্ষত গারো পাহাড়ের চিত্র পাল্টাতে কাজ শুরু বন বিভাগের।  বগুড়ায় প্রীতি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত। বগুড়া ধুনটের ফৌজিয়া বিথী পেলেন “আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২”

বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে জয়ী বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৫৩৫ ভিউ টাইম

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এ শিক্ষক সমিতি নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। এতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ জয়লাভ করেছে। সভাপতি পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. হাসিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাকিবুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১০ই মার্চ) সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বেলা ৪টায়। নির্বাচনে মোট উপস্থিত ভোটার সংখ্যা প্রায় ২৩৫ জন। রাত প্রায় ৯:৩০ মিনিটে পিএইচডি ডরমেটরির নিচে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. দিপঙ্কর কুমার নির্বাচনের ফল ঘোষণা করেন।

সভাপতি পদে বিজয়ী ড. হাসিবুর রহমানের প্রাপ্ত ভোট সংখ্যা ১৩০ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরান হোসেন পান ৯৫ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: রকিবুল ইসলাম এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আব্দুর রহমান পান ৮২ ভোট।  কোষাধ্যক্ষ পদে ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ড. মাহবুব হাসান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: লুৎফুল কবির পেয়েছেন ৮৪ ভোট।

এছাড়া অন্য পদের মধ্যে সহ-সভাপতি পদে ১১৩ ভোট পেয়ে ড. মো: বশির উদ্দিন, ১২৬ ভোট পেয়ে যুগ্ম-সাধারন সম্পাদক মো: মুরাদ হোসেন, ১০১ ভোট পেয়ে প্রচার সম্পাদক শামসুল আরেফিন এবং সদস্য পদে নির্বাচিত হয়েছেন- সাদ্দাম হোসেন (১৪০), অভিজিৎ বিশ্বাস (১৩৯), মো. এমদাদুল হক (১৩৮), শানিতা জামান সৃতি (১৩৮), তরিকুল ইসলাম (১৩১), প্রণীতা দত্ত (১২২), মাহবুব আলম (১২১), মো: আনোয়ারুজ্জামান (১২০), মো: আল আমিন (১১৭)।

উল্লেখ্য, শিক্ষক সমিতি নির্বাচন-২০২০ এ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেছে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরী আরো খবর...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Developed By VorerSokal.Com
newspapar2580417888