গাংনীর তেঁতুলবাড়িয়া ঘরপোড়া সেই বৃদ্ধকে সাহায্য করলেন গাংনীর ইউএনও
আপডেট টাইম :
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
২১১
ভিউ টাইম
মাসুদ রানা (মেহেরপুর প্রতিনিধি):গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের রামদেবপুর ০৪ ওয়ার্ডের বাসিন্দা মোঃ আমিরুল ইসলাম (৬৫) গত ০৬ তারিখ সোমবার দুপুর ১২ সময় বাড়িে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে তার ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় বিষয়টি আজকের মেহেরপুর ফেসবুক পেজে প্রচার হলে গাংনী উপজেলা নির্বাহি অফিসার দিলারা রহমানের দৃষ্টিগোচর হয় পরবর্তীতে পুড়ে যাওয়া সেই পরিবারের লোকজনকে অফিসে যোগাযোগ করতে বলা হলে বিষয়টি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে উপজেলা নির্বাহি অফিসার দিলারা রহমানের নির্দেশে ০২ (দুই) বান্ডিল করে ঢেউটিন ও অনগদ ৬,০০০/- টাকা প্রদান করা হয়
Leave a Reply