আতাউর রহমান শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের মোড়াইল এিমোহনি বাজারে দেহ ব্যবসার প্রচলন ,ফকিরপাড়া গ্রামের আব্দুল মালেক এর ছেলে আব্দুল মোজাম ও তার স্ত্রী বেশ কিছুদিন যাবৎ মোড়াইল এিমোহনি বাজারে প্রকাশ্যে দেহ ব্যবসা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে আব্দুল মোজাম। এতে করে স্কুল ছাত্ররা নষ্ট হয়ে যাচ্ছে এলাকার লোকজন তাদেরকে এ ব্যাপারে জানালে তারা সংশোধন না হয়ে আরো বেশি বেশি করে দেহ ব্যবসা প্রচলন করতে থাকে আজও কি এদের কোনো ব্যবস্থা হবেনা না কি? ছাত্রসমাজ ও এলাকার লোকজন এদের কারণে দেহ ব্যবসার কাজে লিপ্ত হয়ে নিজেই নিজেদের ধ্বংস টেনে আনছে আব্দুল মোজাম এর স্ত্রীর সাথে কথা বলতে গেলে একজন প্রভাবশালী ব্যক্তি আব্দুল মোজামের স্ত্রীকে ফোন দেয় আর ফোনে দুজন সাংবাদিককে মারধর ও ঘরে আটকে রাখার জন্য নির্দেশ দেয়। এলাকার লোকজন ভয়-ভীতির কারণে চোখের সামনে হয়ে যাওয়া অনেক ঘটনায় দেখে না দেখার ভান করে থাকতে হয়
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply