করোনা ভাইরাসের কারনে বেকার হয়ে পরা অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করছে গ্রীণ ভিলেজ সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
সরেজমিনে দেখা যায় প্রতিদিন ১০টি করে অসহায় পরিবারের তালিকা করে গ্রীণ ভিলেজ সোসাইটির স্বেচ্ছাসেবকেরা পৌঁছে দিচ্ছেন ত্রাণ। ত্রাণ বিতরণ কালে তারা কোনো গ্রহীতার ছবি তুলে প্রচার করেন না। তাদের বিতরণ করা ত্রাণের মধ্যে আছে চাল,ডাল,আলু,পেঁয়াজ,তেল,লবণ,হ্যান্ড স্যানিটাইজার সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। গ্রীণ ভিলেজ সোসাইটির সভাপতি এস.এ জাহিদ জানান, “আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই,মানুষের সেবা করতে চাই,করোনার কারনে আজ দেশে হাজারো মানুষ বেকার হয়ে পরেছে তাদেরকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। দেশের পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব”তিনি সমাজের বিত্তবানদেরও একাজে এগিয়ে আসার আহবান জানান।কেউ তাদের সামাজিক কাজে সহযোগিতা করতে চাইলে নিন্মে বর্ণিত ব্যাংক হিসাব নম্বরে পাঠাতে বলেন। সোসাইটির অন্যতম উপদেষ্টা বগুড়া সুবিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান মন্ডল বলেন “এমন একটি সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করছি,মানুষকে সাহায্য করা এক মহা পূণ্যের কাজ”। বগুড়া উপশহরে স্নিগ্ধা আবাসিক এলাকায় তাদের কার্যালয় অবস্থিত। গ্রীণ ভিলেজ সোসাইটির ব্যাংক হিসাব নম্বরঃ২০৫০৩১২০২০০৯৬৫০১৪ ইসলামী ব্যংক,বড়গেলা শাখা,বগুড়া।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply