ইসলাম মামুন সোনাগাজী ফেনী সংবাদদাতা
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের নুর নবী(৬৭) করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নারায়নগঞ্জ থেকে ২৪ মার্চ বাড়িতে এসে গতকাল সন্ধ্যা সাতটার দিকে মৃত্যুবরণ করা ঐ ব্যক্তির লাশ বিশেষ ব্যবস্থায় দাফনের অনুমতিক্রমে রাত ৩টায় সম্পন্ন হয়েছে।
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত নুর নবীকে(৬৭) দাফন করেন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী সদরে গঠিত জানাযা ও দাফন টিমের সদস্যরা।

জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা একরামুল হক ভুঁঞা’র নেতৃত্বে দাফনে অংশ নিয়েছেন, জেলা ছাত্র আন্দোলনের সাবেক নেতা হাফেজ সালেহ উদ্দিন, সাখাওয়াত হোসেন , আবু হানিফ,নুরুল আফসার।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার আহবানে প্রতিনিধি দল রাত ১২ টায় ঘঠনাস্থলে গিয়ে পৌঁছায়। ধর্মীয়ভাবে গোসল ও জানাযা শেষে রাত ৩ টা নাগাদ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার উদ্দোগে ইতিমধ্যে জেলার সকল উপজেলা পর্যায়ে করোনা ভাইরাস জনিত মহামারিতে কেউ মারা গেলে তার জানাযা ও দাফনের ঘোষণা দিয়েছিলেন জেলা আন্দোলনের ভারপ্রাপ্ত সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভুঁঞা।
Leave a Reply