আজ শনিবার বিকাল সাড়ে ৪ টার সময় গাংনী বাজার কাথুলী মোড়ে সবজি বিতরণ করা হয় সবজি তালিকায় ছিল লাউ, কুমড়া, কাঁচা ঝাল, পুই শাক, ঢেড়স, আলু, পিঁয়াজ ইত্যাদি সামগ্রী বিনামূল্যে বিতরণের শুভ উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ও অন্যান্যরা। বক্তব্যে বাংলাদেশের সফল প্রধান মন্ত্রী শেখ হাসিনার আহবানে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য জনসচেতনতা, প্রবাস ফেরত ব্যক্তিদের বাড়ীতে কোয়ারেন্টাইনে অবস্থান, সাবান দিয়ে হাত ধৌত করা, মাস্ক ব্যবহার করা, গণজমায়েত এড়িয়ে চলা ও নিজ নিজ বাড়ীতে অবস্থান করার পরামর্শ দেয়া হয়। একইসাথে গরীবদের সাহাযার্থে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান।
গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিবের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, গাংনী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু, আওয়ামীলীগ নেতা রকিবুল ইসলাম, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাবেক সেক্রেটারী বিপ্লব হোসেন, ছাত্রলীগ নেতা জীবন আকবর।
Leave a Reply