সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে পালিত হ্যলো  মহান স্বাধীনতা দিবস ঝিনাইগাতীতে ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে স্বামী-স্ত্রীকে  আহত বাংলাদেশ প্রেসক্লাব বগুড়া জেলা শাখার মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ঝিনাইগাতীতে গণহ”ত্যা দিবস পালিত ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থাদের বিদায় ও নবীনদের বরণ বগুড়ায় মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার – ১ বগুড়ায় অভিভাবককে পা ধরতে বাধ্য করা সেই বিচারক প্রত্যাহার বগুড়ায় পুলিশ কনস্টেবল পদে চাকরির কথা বলে প্রতারনা, গ্রেফতার – ১ ঝিনাইগাতীতে মুজিববর্ষে ৭৫ জন ভূমিহীন পরিবারের মাঝে ঘড়ের চাবি হস্তান্তর বগুড়া সদরে দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

 মেহেরপুরের গাংনীর পূর্বমালসাদহ গ্রামে গৃহবধূ চম্পা হত্যার রহস্য উদঘাটন

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৪১১ ভিউ টাইম
মাসুদ রানা (মেহেরপুর প্রতিনিধি) : মেহেরপুরের গাংনী পৌর এলাকার পূর্বমালসাদহ গ্রামে গৃহবধূ চম্পা হত্যার রহস্য উদঘাটন হয়েছে। ঘুমন্ত চম্পাকে শ্বাসরোধে হত্যার পর ডাকাতির নাটক সাজাতে মারা যাওয়া চম্পাকে পূনরায় হেসো দিয়ে কুপি জখম করে স্বামী জুয়েল রানা। এসময়  জুয়েল রানা নিজের মাথায় একটু থেতলিয়ে নেয় এবং আত্মচিৎকার করার নামে অভিনয়ের মাধ্যমে প্রতিবেশীদের তার বাড়িতে জড়ো করে। লাশ উদ্ধারের পরের দিন চম্পার বাবা মেয়ে হত্যার দাবী জানিয়ে জুয়েলসহ অজ্ঞাত নামাদের নামে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গাংনী থানা পুলিশ ঘটনার ৫দিন পর সু-কৌশলে ঘটনার রহস্য উদঘাটনে সফল হয়। হত্যাকারী জুয়েল এখন পুলিশের খাঁচায় বন্দি রয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় মেহেরপুর সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন রেজার কাছে স্ত্রী হত্যার লোমহর্ষক স্বীকারোক্তি দিয়েছেন জুয়েল রানা।
স্বীকারোক্তির বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করে জুয়েল রানাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গত ১৪ এপ্রিল দিবাগত রাতে পূর্বমালাসাদহ গ্রামের ছমির উদ্দীনের ছেলে ইটভাটা শ্রমিক জুয়েল রানার স্ত্রীর লাশ বাড়ির আঙ্গিনায় থেকে উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটিদল। ওই সময় বাড়ির অদূরের একটি বাঁবাগান থেকে চম্পার স্বামী এক সন্তানের জনক জুয়েল রানাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর জুয়েল রানার পরিবার জানায় ডাকাতরা এ হত্যাকান্ড ঘটিয়েছে। তবে জুয়েল রানার কথা বার্তায় পুলিশের মধ্যে সন্দেহের দানা বাঁধতে শুরু করে।
পরের দিন ১৫ এপ্রিল সকালে পুলিশ লাশ উদ্ধার করে  মেহেরপুর জেনারেল হাসপাতালে লাশের ময়না তদন্ত শেষে নিহত চম্পাকে দাফনের জন্য জুয়েল রানার পরিবারের কাছে হস্তান্তর করে। ওইদিন বিকেলে জানাজা শেষে চম্পাকে পূর্বমালসাদহ গোরস্থান ময়না দাফন করা হয়।
হত্যাকারী জুয়েল রানার লোকহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে  গাংনী থানার ওসি ওবাইদুর রহমান সাংবাদিকদের আরো জানান জুয়েল তার মা ও স্ত্রীর নামে  একটি এনজিও থেকে কিছু টাকা লোন দিয়ে শ্বশুরকে দেয়। এ টাকা পরিশোধ নিয়ে স্ত্রীর সাথে জুয়েল রানার প্রায়ই ঝগড়া লেগে থাকত। এ ঝগড়ার জের ধরেই জুয়েল রানা স্ত্রী হত্যার নকশা আঁকা শুরু করে। এবং সে অনুযায়ী হত্যাকান্ড ঘটায়। গত শনিবার গাংনী থানার  পরিদর্শক সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটিদল জুয়েলকে গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজার এলাকা থেকে  আটক করে। আটকের পর জুয়েল রানা প্রথমে গাংনী থানায় হত্যাকান্ডের কথা স্বীকার করে। পরে তাকে আদালতে নিলে,পুরো ঘটনার বর্ণনা দেয়। আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত ওড়না ও হেসো উদ্ধার করা হয়।
এদিকে চম্পা হত্যার রহস্য উদঘাটন হওয়ায় গাংনী উপজেলার সর্বসাধারণ মহল পুলিশ  প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরী আরো খবর...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Developed By VorerSokal.Com
newspapar2580417888