মুহাম্মদ সাঈদুল ইসলাম বাঁশখালী চট্টগ্রাম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরে সকালে ১ ব্যক্তি খুনের পর ১২ ঘন্টার মাথায় বাহারছডা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারের ঘটনায় আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে খুন হওয়ার ঘটনা ঘটেছেে। ১২ মে ২০২০ (মঙ্গলবার) আনুমানিক রাত সাড়ে নয়টার সময় মোহাম্মদ মিয়া বাপের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। উক্ত ঘটনায় গুলিবিদ্ধ হয়ে খুন হওয়া ব্যক্তির পরিচয় সে স্থানীয় নেছার আহমেদ এর পুত্র খালেদ বিন ওয়ালিদ। সেই সাথে উক্ত ঘটনায় গুলিবিদ্ধ হওয়া আরেকজনকে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ব্যক্তি হলো একই থানাধীন বাহারছডার ৪ নং ওয়ার্ডের আবু সালেক এর পুত্র ইব্রাহিম সে আশংকা জনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায় পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তার করতে গিয়ে আগে থেকেই দফায় দফায় সংঘর্ষ চলে আসছিল। উক্ত এলাকার কালা জন্টুর মদিনা ব্রিক ফিল্ডকে কেন্দ্র দুইটি গ্রুপের মাঝে আধিপত্য বিস্তারে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এশারের নামাজের পর পর হঠাৎ করে গোলাগুলির আওয়াজ শুনতে পাই। এর কিছুক্ষণ পরপরই খালিদ বিন ওয়ালিদ নামের এই ব্যক্তিটি তার বাড়ীর সামনে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। আমরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার মুঠোফোনে জানায় বাহারচরা ইউনিয়নে গোলাগুলির ঘটনার খবর পেয়ে সাথে সাথে আমি নিজেই পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছি। একজনকে মৃত উদ্ধার করি। মৃত ব্যক্তিকে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করবে বলেন এবং
এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের কে আইনের আওতায় আনা হবে। সেই সাথে আসামীদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা তৎপর রয়েছি বলেও জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply