ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় বুধবার রাতে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী যাক্ররাম ওরফে বিশাল রায়।
স্ত্রী নুরবানুকে হত্যা করে নিজ ভাড়া বাসার ষষ্ঠতলার ষোল নম্বর ইউনিটের রুমে রেখে নিহতের ছোট বোন সুমি আক্তারের বাসায় আশ্রয় নেয় আসামী। ওই সময় নিহতের ছোট ভাই জহিরুল ইসলাম কালিয়াকৈর থানাকে আসামীর অবস্থান জানালে পুলিশ ভোরে আশুলিয়া থানার বাদাইল এলাকার সুমির বাসা থেকে যাক্ররাম ওরফে বিশাল রায়কে গ্রেফতার করেন।
নিহতের ছোট বোন সুমি আক্তার জানান, আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, হত্যা কান্ডের ঘটনায় স্বামী যাক্ররাম ওরফে বিশাল রায়কে গ্রেফতার করা হয়েছে। মুল ঘটনাটি জানার চেষ্টা করা হচ্ছে।
Leave a Reply