আজ ( মঙ্গলবার) সকাল ১১ টার সময় মেহেরপুরের গাংনীতে কর্ম ও শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রমিকদের কল্যাণার্থে নগদ অর্থ হিসেবে চেক বিতরণ করা হয়েছে।
চেক বিতরণ করেন,৭৪ (মেহেরপুর২) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। মোট ৩৯ জন শ্রমজীবী মানুষের মাঝে তার নিজ বাসভবনে এই চেক বিতরণ করেন। তিনি বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন, তার ধারাবাহিকতায় আমাদের প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে, তবেই আমাদের এই সোনার বাংলাদেশ সামনের দিকে আরো অগ্রসর হবে।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া অঞ্চলের শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Leave a Reply