মেহেরপুর সদর উপজেলা,গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামে ঘূর্ণিঝড়ের তান্ডব চলে। বিকল হয়ে পড়েছে বিদ্যুত ব্যবস্থা। কয়েকটি এলাকায় বিদ্যুতের খুঁটি নুইয়ে পড়েছে।
ভেঙ্গে পড়েছে মিটার। গাছ-পালা ভেঙ্গে জেলার বিভিন্ন রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে যানবাহন ও মানুষ চলাচল ব্যাঘাত ঘটছে। এছাড়াও এক নাগাড়ে বৃষ্টির ফলে জেলার বিভিন্ন এলাকার শুকিয়ে যাওয়া ছোট-ছোট খাল-বিলে এখন হাটু পানি জমেছে।

গাংনী উপজেলার কাজীপুর মাথাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজিদুল ইসলাম জানান কাজীপুর এলাকার সব গ্রামেই আম-কাঁঠাল ও উড়তি ধানক্ষেতসহ অন্যান্য গাছপালা ভেঙ্গে পড়েছে। ফলে আম ও কাঁঠাল ফল নষ্ট হয়েছে। এছাড়াও এলাকার বেশ কিছু কাঁচা বাড়ি ভেঙ্গে পড়েছে।
বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত এক নাগাড়ে হওয়া বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি ও পশু-পাখির মৃত্যু হয়।
এদিকে ঝড়ের কারণে মানুষকে নিরাপদ রাখার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভার সিদ্ধান্ত শেষে এমন নির্দেশনা প্রদান করা হয়।
Leave a Reply