শুক্রুবার (২২ মে ২০২০) ঝিনাইদহ জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ছোট্ট শহরের অলিতে গলিতে করোনার প্রাদুর্ভাবের কারনে দেখা মিলছে হাজারো মানুষের। এই অসহায়ত্বের দিনরাতকে একটু সহজ করতে দ্বারে দ্বারে গিয়ে তাদের মাঝে খাবার ও ইফতার সামগ্রী বিতরণ করছেন ঝিনাইদহ ছাত্রলীগের অন্যতম নেতা মোঃ সজিব হোসেন।
সজিব হোসেন বলেন, ঈদ সবার জন্য আনন্দের অনুভূতির সাথে মিক্সিত একটি দিবস৷ গরিব থেকে বড়লোক প্রতিটি মানুষের পিতা মাতা তাদের ছেলে মেয়েদের এই দিবসে নতুন ড্রেস উপহার দিয়ে থাকেন। আমার মা আমাকে ঈদে শপিং করার জন্য কিছু অর্থ প্রদান করেন, করোনার এই প্রাদুর্ভাব এবং আমফানের এই আঘাতে আমাদের জেলার সহ সারা বাংলাদেশ অনেক ক্ষতি হয়েছে, আমাদের জেলায় সেইসব ক্ষতিগ্রস্ত এবং পথচারীদের পাশে আমি একটু দাঁড়াতে চেয়েছিলাম, সে কথা ভেবে মায়ের দেওয়া শপিংয়ের টাকাগুলো দিয়ে অসহায়, ক্ষতিগ্রস্ত পথচারীদের মাঝে এই অল্প খাদ্য সামগ্রী এবং ইফতার বিরতণ করতে পেরে নিজেকে ধন্য মনে হলো।
উল্লেখ্য, ঝিনাইদহের প্রাণ কেন্দ্রে তিনি ১৩০ জন মানুষের মাঝে খাদ্য এবং ইফতার সামগ্রী বিরতন করেন এমপি আব্দুল হাই এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্য এর নির্দেশে তার কর্মীদের প্রমুখে।
Leave a Reply