হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজুসহ স্থানীয় দুই সাংবাদিককে ডিজিটাল নিরাপত্তা আইনের দায়েরকৃত মামলায় গ্রেফতারের প্রতিবাদে হবিগঞ্জে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমাদাদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন এর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ঈসমাইল হোসেন, সাবেক সভাপতি শামীম আহসান, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি ফজলুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফেরদৌস করিম আখঞ্জি, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাস সাগর, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া চৌধুরী প্রমুখ।
এছাড়াও প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি ছানু মিয়া, বাংলা টিভির জেলা প্রতিনিধি কাজল সরকার,দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি সহিবুর রহমান ্ চ্যানেল এস জেলা প্রতিনিধি সুশীল চন্দ্র দাস চুনারুঘাট প্রতিনিধি মোতাব্বির হোসেন কাজল, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার কাউছার আহমেদ টিপু, নিরঞ্জন গোস্বামী শুভ প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে দুই সাংবাদিকদের মুক্তির দাবী জানান। অন্যতায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply