মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন ক্ষিতিন্দ্র মোহন সেন স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ১৪ জুন রবিবার সকালে সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন ফলক উম্মোচন করে নির্মান কাজের উদ্বোধন করেন। স্বাস্থ্য প্রকৌশল এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে ৩০ শয্যা বিশিষ্ট ক্ষিতিশ চন্দ্র সেন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথী সেন, সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু ,ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র সেন,মেডিক্যাল অফিসার রেজা হাবিব প্রমুখ। ১ কোটি ৫৯ লক্ষ টাকার প্রকল্পিত ব্যায়ে আগামী ৯ মাসের মধ্যে এ স্বাস্থ্য সেবা কেন্দ্রটি নির্মিত হবে।এটি নির্মিত হলে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের সাধারণ মানুষ স্বাস্থ্য খাতে চিকিৎসা সুবিধা পাবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply