মাসুদ রানা (মেহেরপুর প্রতিনিধি) মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক মানব পাঁচারকারী চক্রের সদস্য আব্দুস সামাদ আজাদকে (৩০) গ্রেফতার করেছে মেহেরপুর সিআইডি পুলিশের একটি দল। আব্দুস সামাদ আজাদ গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের মোল্লাপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এবং একই উপজেলার ভোলাডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।
আজ সোমবার ভোরে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামের তার শ্বশুর বাড়ি থেকে আজাদকে গ্রেফতার করা হয়।
মেহেরপুর (অপরাধ তদন্ত ) সিআইডির বিভাগের পরিদর্শক হাসান ইমাম জানান, আব্দুস সামাদ আজাদ তার শশুরবাড়ি ভোলাডাঙ্গায় গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান,সম্প্রতি ২৬ জন বাংলাদেশীসহ ৩০ জনকে নির্মম ভাবে গুলি করে হত্যা এবং ১১ জন বাংলাদেশীকে জখম করেন লিবিয়ায় অবস্থান করা মানব পাঁচারকারী চক্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুস সামাদ উক্ত চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। অবৈধভাবে বাংলাদেশ থেকে লিবিয়ায় বিভিন্ন উপায়ে সে মানব পাঁচার করে।আন্তর্জাতিক মানব পাঁচারকারী চক্রের সদস্য আব্দুস সামাদের নামে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় একটি মানব পাঁচার আইনে গত ৬ জুন একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং- ২।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply