মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার: জয়পুরহাটে ব্যাটারিচালিত দুই অটোরিক্সায় মুখোমুখি সংঘর্ষে ফারজানা আক্তার (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১২টার দিকে সদর উপজেলার গুয়াবাড়িঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। নিহত ফারজানা আক্তার সদর উপজেলার আমদই দন্ড-পানী এলাকার ফুল মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, নিহত ফারজানা স্বামীর বাড়ি সদর উপজেলার হারাইল এলাকা থেকে আমদই দন্ড-পানি বাবার বাড়ি বেড়াতে যাওয়ার পথে গুয়াবাড়িঘাট এলাকা দুটি ব্যাটারিচালিত আটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান। সাথে থাকা অন্য ৪ জন যাত্রী আহত হন।
এ ব্যাপারে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খাঁন জানান, গুয়াবাড়ি এলাকায় দুটি ব্যাটারিচালিত অটোরিক্সা সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছে। দুটি অটোরিক্সাকে আটক করার চেষ্টা চলছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply