রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত আর্থিক সহায়তা প্রদান করলেন ফাঁপোর ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজের ক্যান্সার সেন্টার পরিদর্শন দুপচাঁচিয়ায় বিউটি পার্লারে অভিযান জরিমানা দুপচাঁচিয়ায় নাশকতা মামলায় জামায়াত কর্মী গ্রেফতার  দুপচাঁচিয়ায় জাতীয় যুব দিবস পালিত দুপচাঁচিয়ায় না’শকতা মামলায় বিএনপি’র নেতাসহ দুইজন গ্রে ফতার দুপচাঁচিয়ায় বিএনপি কর্মী ও মা দক বিক্রেতাসহ গ্রে ফতার তিন বেনাপোলে মাদক সম্রাট বাদশার ছেলে ইয়ামিন সোনার বার ও হুন্ডির টাকা সহ আটক দুপচাঁচিয়া পৌরসভার পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন মেয়র প্রার্থী প্রভাষক তৌহিদুল হোসেন মহালদার

বগুড়ার ঠনঠনিয়া বাস্ট্যান্ড সকল প্রকার কার্যক্রম বন্ধ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩৮৬ ভিউ টাইম

স্টাফ রিপোর্টার:  সময়ের সাথে পাল্লা দিয়ে বগুড়া জেলায় বাড়ছে কভিড-১৯ আক্রান্তের সংখ্যা। সময় সংকটে সংক্রমণ প্রতিরোধে জেলা স্বাস্থ্য বিভাগের সুপারিশের ভিত্তিতে সদরের ৯ টি এলাকাকে রেড জোনের আওয়তায় আনা হয়।

জেলা প্রসাসনের নজরদারিতে রাখা হচ্ছে চিহ্নিত এলাকাগুলো। তার ধারাবাহিকতায় রেড জোন ঘোষিত এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

বগুড়ার ঠনঠনিয়া বাস্ট্যান্ড রেড জোন এলাকায় পড়ায় সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

কিন্তু বাসগুলো রেড জোনের বাইরে স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে পারবে । আন্তজেলা বাস মালিক সমিতির সহযোগিতায় দড়ি দিয়ে প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয় যাতে বাস পার্কিং বা যাত্রী উঠানামা না করতে পারে। উল্লেখ যে ঠনঠনিয়া থেকে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট ছাড়াও বগুড়া-জয়পুরহাট, বগুড়া-রংপুর, বগুড়া-নওগাঁ, বগুড়া-গাইবান্ধা, বগুড়া-দিনাজপুর, বগুড়া-নাটোর, বগুড়া-রাজশাহী, বগুড়া-সিরাজগঞ্জ-নগরবাড়ি,
বগুড়া -ময়মনসিংহ ও টাঙ্গাইল এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সড়কপথে সব ধরনের বাস চলাচল করে থাকে।

রেড জোনে অবস্থিত ভাসমান সিএনজি স্টান্ড সরিয়ে দেওয়া হয় ও জরিমানা করা হয়।

আজ সকাল ১১ টায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি.এম.­ রাশেদুল ইসলাম এর নেতৃত্বে পৌরসভার জলেশ্বরীতলা, ঠনঠনিয়া, মালতিনগর, সূত্রাপুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

রেড জোন এলাকায় অভিযান চালিয়ে, নির্দেশনা উপেক্ষা করে দোকানপাট খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা পৃথক ৮ টি মামলায় ৪হাজার ৩শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০.৩০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পৌর শহরের রেড জোন ঘোষিত এলাকায় অভিযান পরিচালিত হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি.এম.­ রাশেদুল ইসলাম বলেন, জলেশ্বরীতলা, ঠনঠনিয়া, মালতিনগর রেড জোনে কিছু দোকান খোলা পাওয়া যায় যা জরিমানা করে বন্ধ করে দেওয়া হয়।

এছাড়াও রেড জোন সূত্রাপুর দিয়ে বিকল্প পথ হিসাবে ফাঁকি দিয়ে আন্তসিটি বাস চলাচল করতে দেখা যায়। রেড জোন এলাকায় বাস চলাচল করা বন্ধ করা হয়। ইচ্ছাকৃত মাস্ক ব্যবহার না করা ও স্বাস্থ্য বিধি অনুসরণ না করায় বগুড়া শহরের বিভিন্ন জায়গায় জনগণকে সচেতন করা হয় ও জরিমানা করা হয়। এসময় যাদের মাস্ক ছিলনা তাদেরকে মাস্ক উপহার দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরী আরো খবর...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

Developed By VorerSokal.Com
newspapar2580417888