রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় ১০৫ পিস ইয়াবাসহ তালিকাভূক্ত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) রায়পুরা থানার এসআই অভিজিৎ চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সকাল সাড়ে ছয়টায় উপজেলাধীন হাসনাবাদ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে জেলার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী শফিকুল ভূইয়া (৩৩) ও ফাহিম ভূইয়া (২৫) কে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপন কুমার সরকার জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩১ হাজার ৫০০ টাকা। গ্রেপ্তারকৃত আসামী শফিকুল ভুইয়ার বিরুদ্ধে ইতোপূর্বে ৬ টা মাদক মামলা আছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply