মাসুদ রানা (মেহেরপুর প্রতিনিধি) মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের গোরস্থান পাড়া এলাকায় সাইফুল হসেন (৩৭) নামের এক ব্যাক্তি চুরি করতে গিয়ে ধরা পড়েছে। সাহারবাটি গোরস্থান পাড়া দেবুলের বাড়ি থেকে নগদ ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় স্থানীয় লোকজন তাকে ধাওয়া কোরে আটক করে। ছিনতাইকারী সাইফুল জেলার সদরের বামন পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে কয়েকজন ব্যক্তি বলেন , বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাহারবাটি গ্রামের গোরস্থান পাড়ার দেবুলের স্ত্রী ময়না খাতুন কিছু টাকা হাতে নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এমন সময় উৎপেতে থাকা ছিনতাইকারী সাইফুল তাকে টাকা সমেত দেখে এবং ময়না খাতুন তার বাড়িতে পৌঁছানোর আগেই সাইফুল ময়নার বাড়িতে কৌশল এর সাথে ঢুকে আত্মগোপনে লুকিয়ে থাকে।
ময়না খাতুন বাড়িতে ঢুকলেই সুযোগ বুঝেই রান্নাঘর থেকে কাটারি হাতে নিয়ে ময়না খাতুন কে প্রাণনাশের হুমকি দেখিয়ে টাকা ছিনতাই করে সাইফুল। পরে একটি মোবাইল ফোন নিয়ে বাড়ির বাইরে আসতে গেলে ময়না খাতুনের চিৎকারে স্থানীয় কিছু লোকজন তাকে ধরে ফেলে। এবং প্রাথমিক পর্যায়ে মারধরের পর তাকে আটকে রেখে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা।
খবর পেয়ে গাংনী থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।
গাংনী থানা অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, ঘটনা শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply