মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া থানার প্রত্যঞ্চলে গনপরিবহনে নৈরাজ্যেকমছে না । স্বাস্থ্যবিধি উপেক্ষা সহ সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। দূরপাল্লা রুটের বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে তবে টিকেটে লেখা হচ্ছে নির্ধারিত ভাড়া। মাক্সবিহীন যাত্রী বাড়ছে প্রতিনিয়। জীবাণু নাশক স্প্রেসহ স্বস্থ্যবিধিবাস্তবায়নেরও তেমন উদ্যোগনেই সংশ্লিষ্টদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ে গনপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বিিড়য়ে দিয়েছে। কিন্তু আগের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। এমন অভিয়োগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারন মানুষ। তাজ পরিবহনের নিয়মিত যাত্রী আলতাফ হোসেন, জানান, তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরী করেন যাতায়াতের জন্য ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া হতে ঢাকায় যেতে ভাড়া ৪৫০-টাকা হতে ৫০০ ভাড়া লাগতো সেই ভাড়া এখন দাঁড়িয়েছে ১২০০ টাকা-১৩০০ টাকায়। অথচ সরকার ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করছে কিন্তু বাসকর্তৃপক্ষ তা মানছেন না। শুধু আলতাফ হোসেন নন আরও অনেকেই বাসে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত গুনতে হচ্ছে বলে ক্ষাভ প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক জন দায়িত্ব প্রাপ্ত অফিসার বলেন জনস্বার্থে ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার কোন সুযোগ নেই। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এই ক্যাটাগরী আরো খবর...
Leave a Reply