নুরনবী রহমান বগুড়া জেলা প্রতিনিধিঃ শনিবার বগুড়া শহরের চেলোপাড়া, নারুলী, নাটাই পাড়া, হাড়ি পাড়া এবং ঠনঠনিয়ার বিভিন্ন পয়েন্টে করোনা ভাইরাসের কারণে রেড জোনের বিধি নিষেধ কার্যকর করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জি.এম রাশেদুল ইসলাম ও ম্যাজিস্ট্রেট এ. টি. এম. কামরুল ইসলাম ।
এসময় লোকসমাগম কমাতে ভ্রাম্যমাণ দোকানগুলো উচ্ছেদ করা সহ বিভিন্ন জনকে মাস্ক বিতরণ করা হয়। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০, সড়ক পরিবহন আইন ২০১৮ ও সংক্রামক রোগ প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী সর্বমোট ১৬টি মামলায় ৯৮০০ টাকা অর্থদন্ড প্রদান পূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়।
উপস্থিত সর্বসাধারণকে করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন সহ রেড জোন এবং লকডাউন সতর্কভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হয়। এছাড়াও যত্রতত্র গাড়ির অবৈধ স্ট্যান্ডগুলো সরানো হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply