আতাউর রহমান প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউপির গ্রামগঞ্জের সাধারণ কৃষক কতিপয় দাদন ব্যবসায়ী কাছথেকে চড়া দরে দাদনের (সুদের) টাকা নি্য়ে পরিশোধ করতে না পেরে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
জানা গেছে সারা দেশে মহামারি করোনাভাইরাস এর কারনে বেসরকারি এনজিও গুলি ঋণের কিস্ত স্বাভাবিক ভাবে আদায় করলেও, পিরব ইউপির গ্রামগঞ্জ গুলিতে কিছু অসাধু টাউট বাটপার প্রকৃত দাদন ব্যবসায়ী, গ্রামের সড়লসোজা কৃষক এর কাছথেকে জমির দলিল,মোটরসাইকেল, অটো ভ্যান, আবার কখনো সাদা ষ্টম্পে সাক্ষর নিয়ে চড়াহারে দাদনের(সুদের) টাকা দিয়ে দেয়। সময়মত টাকা পরিশোধ করতে না পারলে দাদন ব্যবসায়ীর ভাড়া করা গুণ্ডা দিয়ে তাদেরকে ধরে নি্য়ে এসে তাদের কে আটক রেখে টাকা আদায় করে নেয় বলে জানা গেছে।
বোরোমৌসুমে অনেকেই দাদন ব্যবসায়ী কাছথেকে টাকা নি্য়ে এই দুর্যোগ মুহূর্তে টাকা পরিশোধ করতে না পারাই দাদন ব্যবসায়ী ভাড়াটিয়া গুণ্ডার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।
এখানেই শেষ নয় এরা কারেন্ট টাকা দিয়ে থাকেন সকালে একহাজার (১০০০) নিলে সন্ধায় একহাজার, একশত (১১০০) টাকা দিতে হবে, ঐদিন দিতে নাপারলে পরদিন একহাজার দুইশত (১২০০)টাকা এহারে চক্রবৃদ্ধি হতে থাকবে। এসব দাদন ব্যবসায়ীদের কাছে এলাকার মানুষ এদের কাছে জিম্মি এদের ভয় সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না
তাই এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোড়ালো দাবি জানিয়েছে সচেতন মহল
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply