মোঃ বাদশা খান, রায়পুরা(নরসিংদী)প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় গলায় ওড়না পেঁচিয়ে পরশ মনি (১৯) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে বলেন জানান তার স্বজনরা। আজ মঙ্গলবার উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রায়পুরা থানার উপ-পরির্দশক শেখ ফরিদ আহমেদ ঘটনাস্থলে গিয়ে লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
পারিবারিক সূত্র জানায়, নিহত পরশ মনি ওই গ্রামের মুদি ব্যবসায়ী আলী হোসেনের মেয়ে। সে রায়পুরা সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের মানবিক বিভাগের ছাত্রী ছিলো। সকালে নাস্তা শেষে ঘর থেকে বের হন পরশ মনি। এর দুই ঘন্টার পর তাদের একটি গাড়ির গ্যারেজের ভেতর পরশ মনির ঝুলন্ত লাশ দেখতে পান তার স্বজনরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎকের কাছে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আলী হোসেন জানায়, আত্মহত্যার আগে মনি তার মায়ের সঙ্গে বড় মেয়ের শ্বশুর বাড়ি কুমিল্লায় বেড়াতে যায়। পাঁচদিন হলো কুমিল্লা থেকে স্ত্রী ও মেয়ে মনি বাড়িতে ফিরেছে। আজ সকালে গাড়ির গ্যারেজে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে ডাক্তার মেয়েকে মৃত্যু ঘোষণা করেন। তবে কি কারনে মনি আত্মহত্যা করে থাকতে পারে এ ব্যাপারে কোন ধারণা দিতে পারেননি তিনি।
এই ক্যাটাগরী আরো খবর...
Leave a Reply