নুরনবী রহমান বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালুর বোন বোনাই দেওয়ানতলা থেকে গত ২১ জুন দিবাগত রাতে ২৫০ (দুইশত পঞ্চাশ) বস্তা আতপধানসহ ট্রাক ছিনতাই ২২জুন সোমবার মোকামতলা থেকে খালি ট্রাক উদ্ধার হয়। জানা গেছে বগুড়ার ট্রাক বন্দোবস্তকারী অফিসের সাইফুল এর মাধ্যমে (ঢাকা মেট্রো ২০৪১৮৪) নাম্বার একটি ট্রাক ভাড়া নেয় শিবগঞ্জ উপজেলার পিরব ইউপির সিহালি মাস্টার পাড়ার মৃত্যু আব্দুল বারী মাস্টারের ছেলে আনিসুর রহমান। দুইশত পঞ্চাশ(২৫০) বস্তা ১৯টন আতপধান চাঁপাই নবাবগঞ্জের রহনপুরের উদ্দেশ্যে ড্রাইভার হেলপার মারফত পাঠিয়ে দেয়। নামুজা দুপচাঁচিয়া সড়কের কাহালু উপজেলার পাইকড় ইউপির বোনবোনাই দেওয়ানতলা নামক স্থানে গাছ কেটে রাস্তায় বেরিকেড দিয়ে ধানবোঝাই ট্রাক ছিনতাই হয়। ২২জুন সোমবারে মাটিডালি বিমান মোড়ের অদুরে সলংঙ্গা সিরাজগঞ্জ এর ট্রাক ড্রাইভার আরিফুল ইসলাম ও ঝুড়ঝুড়ি গ্রামের হেলপার রবিউল অসুস্থ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মেডিকেলে ভর্তি করে দেয়।ছিনতাইকৃত ধানবোঝাই ট্রাক মোকামতলার অদুরে খালি অবস্থায় ড্রাইভারবিহীন দেখে মোকামতলা পুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে, ট্রাকটি ফাঁড়ির হেফাজতে নেয় বলে জানাগেছে।
অপরদিকে ধানের মহাজন’ আনিসুর রহমান জানা ধান বোঝাই ট্রাক মোলামগাড়ী আক্কেলপুরে হয়ে রহনপুর যাওয়ার কথা। কিন্তু ট্রাক ড্রাইভার ও হেলপার ঐ পথে না গিয়ে অসৎ উদ্দেশ্যে এই পথে গিয়ে পরিকল্পিতভাবে ধান গুলি আত্মসাত করছে বলে অভিযোগ করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাক ড্রাইভার হেলপার কে আটক করে শিবগঞ্জ থানায় জিজ্ঞাসাবাদ চলছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply