জয়পুরহাটের আক্কেলপুরে ট্র্যাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাবেক ভাইস চেয়ারম্যান সহ আহত দুই। সোমবার বিকেলে আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ গেটে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন আক্কেলপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদুল আলম সবুজ(৪৫)ও তার সহ ধর্মিণী লাভলী আক্তার ।
প্রত্যক্ষদর্শীরা জানান ,(২২)জুন বিকাল পাঁচটার দিকে জয়পুরহাট গামী ট্রাক আক্কেলপুর সরকারি মুজিবর রহমান সরকারি কলেজ গেট এলাকায় অটো ভানকে সাইড দিচ্ছিল। এ সময় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাবেক ভাইস চেয়ারম্যান ও তার সহ ধর্মিণী লাডলী আক্তার গুরুত্ব আহত হন।
এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান কলেজ হসপিটালে নিয়ে যায় ।
আক্কেলপুর থানা পুলিশ ট্রাক ও চালককে আটক করে । এই রিপোর্ট লেখা পর্যন্ত লিখিত কোন অভিযোগ হয়নি বলে যানা যায় ।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply