স্টাফ রিপোটারঃমাসুদ রানা: বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের অংশ ভাটরা মাটালপাড়ার রাস্তাটির বেহালদশা জনগনের চরম দূর্ভোগ।
জানা যায় উক্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি প্রায় দই যুগ পূর্ব থেকে মাটালপাড়ার রাস্তাটি ইট বসানোর জন্য অনেক নেতাকর্মী ওয়াদা করলেও অদ্যবতী পর্যন্ত কাহারো নজরে আসেনি অবহেলিত ঐ রাস্তার দিকে। বর্তমানে রাস্তাটির বেহাল দশা দির্ঘদিন যাবৎ বৃষ্টির পানিতে হাটুপরিমান কাঁদা সৃষ্টি হয়। এর ফলে এলাকার পথচারী সহ এলাকার কৃষকরা তাদের কৃষিপণ্য বাজার জাত করা থেকে বঞ্চিত হচ্ছে ।ঐ রাস্তায় স্কুল গামি কোমলমতি শিশুরা সহ ঐ এলাকার সাধারণ মানুষ চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হয়। গ্রামবাসী জানান নির্বাচনের পূর্বে অনেক নেতাকর্মি এসে রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও তা রাস্তাঘাটে কোন কাজে আসেনাই। রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য কতৃপক্ষে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply